সিরাজগঞ্জের শাহজাদপুরে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করে অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এই রায় দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের আব্দুল্লাহ আল মাহমুদের স্ত্রী মুক্তি খাতুন তার ৯ মাস বয়সী সন্তান মাহিমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে ২৯ এপ্রিল সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশু মাহিমের বাবা আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে স্ত্রী মুক্তি খাতুনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় শুনানির পর মঙ্গলবার আদালত এই রায় দেন।