spot_img

শান্তর কাছে ধরাশায়ী তামিমের দল

অবশ্যই পরুন

কুইন্সটাউনের জন ডেভিস ওভাল মাঠে নাজমুল হোসেন শান্তর কাছে রীতিমত উড়ে গেছেন তামিম ইকবালের একাদশ। তামিমদের করা ২৩৩ রানের জবাব দিতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে, ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্ত একাদশ।

নাজমুল হোসেন শান্ত একাদশের ব্যাটসম্যানরা প্রায় সবাই নিজেদের প্রমাণ দিয়েছেন। ২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রায় সবাই রান পেয়েছেন। বরং, রান করে পরের ব্যাটসম্যানকে সুযোগ করে দিয়েছেন ব্যাটিং প্র্যাকটিস করার জন্য।

অধিনায়ক শান্ত ৪০ রান করে মাঠ ছেড়ে যান, লিটন দাস মাঠ ছেড়ে যান ৫৯ রান করে, মুশফিকুর রহীম অপরাজিত থাকেন ৫৪ রান করে। মেহেদী হাসান মিরাজও করেন হাফ সেঞ্চুরি। তিনি ৫০ রান করে মাঠ ত্যাগ করেন। সাইফউদ্দিন ১৬ রান করে থাকেন অপরাজিত।

তামিম একাদশের হয়ে শান্ত একাদশের একমাত্র উইকেটটি নেন পেসার মোস্তাফিজুর রহমান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তামিম একাদশ সংগ্রহ করে ২৩৩ রান। মোহাম্মদ মিঠুনের ব্যাটেই মূলতঃ এই স্কোরে পৌঁছায় তামিম একাদশ। কুইন্সটাউনের স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি। প্রথমে ব্যাট করতে নামার পর মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৬৬ রানের ওপর ভর করে ২৩৩ রানে পৌঁছায় তামিমের দল।

মিঠুন ছাড়াও শেখ মেহেদী হাসান ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫, সৌম্য সরকার ২৮ ও নাঈম শেখ ১২ রান করেন। এছাড়া স্থানীয় খেলোয়াড় বেঞ্জি চুলহান করেন অপরাজিত ৪৬ রান।

একদিকে মিঠুন যেমন ব্যাট হাতে দুর্দান্ত খেলেন, তেমনি বল হাতে বিধ্বংসী ছিলেন রুবেল হোসেন। ৪২ রান দিয়ে তিনি শিকার করেন ৪টি উইকেট। বাকি উইকেটটি নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

তামিম একাদশ : তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যান ও এক বোলার।

নাজমুল একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের স্থানীয় তিনজন ক্রিকেটার।

সংক্ষিপ্ত স্কোর

তামিম ইকবাল একাদশ : ২৩৩/৫ (৫০ ওভার), মিঠুন-৬৬, বেঞ্জি-৪৬, শেখ মেহেদী-৩৮, রিয়াদ-৩৫, সৌম্য-২৮, নাঈম-১২; রুবেল ৪২/২, সাইফউদ্দিন ৪০/১।

নাজমুল হোসেন শান্ত একাদশ : ২৩৫/১ (৪৬.৫ ওভার) নাজমুল হোসেন শান্ত-৪০, লিটন কুমার দাস-৫৯, মুশফিকুর রহীম-৫৪, মেহেদী হাসান মিরাজ-৫০, সাইফুদ্দিন ১৬; মোস্তাফিজুর রহমান ১/২১)।

ফল : নাজমুল হোসেন শান্ত একাদশ ৯ উইকেটে জয়ী।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ