spot_img

গোসল করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের

অবশ্যই পরুন

মনোয়ার হোসেন জুয়েল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদরের রানিহাটীতে স্কাউটসের ক্যাম্পে গিয়ে পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) সন্ধ্যার কিছু আগে পাগলা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত ছাত্র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজারের সানাউল ইসলামের ছেলে আতিফ মোহাম্মদ নিহাল (১৮)। নবাবগঞ্জ সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মিন্টু রহমান জানান,কৃষ্ণ-গোবিন্দপুর উচ্চ বিদ্যায়লের মাঠে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে সে স্কাউটস সহায়ক দায়িত্ব পালন করছিল। সমাবেশ শেষে সোমবার সন্ধ্যার কিছু আগে চার বন্ধু এক সাথে পাগলা নদীতে গোসল করতে যায়।

গোসল করার সময় চোরাবালিতে আটকে পড়ে। চোরাবাতি থেকে উঠতে না পারায় সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ-ঘটনায় জেলার স্কাউটস মহলে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ