spot_img

মিয়ানমারে জান্তা আগ্রাসনে নিহত কমপক্ষে ৩৮

অবশ্যই পরুন

অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখলো মিয়ানমার। রোববার রাতভর জান্তা আগ্রাসনে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মোট প্রাণহানি দাঁড়ালো ১২৬ জনে।

পর্যবেক্ষক সংস্থা ‘দি অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্স-AAPP’ জানায় সংখ্যাটি। তাদের দাবি, সাঁড়াশি অভিযানে ২১শ’র বেশি মানুষ আটক হয়েছেন।

বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত ইয়াঙ্গুনের দুটি এলাকায় জারি করা হয়েছে মার্শাল ল’। শহরটির ‘লাইং থার ইয়ার’ লোকালয়ে রাতভর ঘটানো হয়েছে বিস্ফোরণ। গোলাগুলিতে সেখানেই প্রাণ হারান অন্তত ২২ জন। আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে তিন বিক্ষোভকারীর অবস্থা সংকটাপন্ন। পাশের লোকালয় ‘লাইংথায়া’র রাজপথে সোমবার ভোর পর্যন্ত টহল দিচ্ছিলো সামরিক যান।

এছাড়া, ম্যান্ডেলে’তে জান্তা আগ্রাসনে এক নারীসহ তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছে। আহত কমপক্ষে ৫০ জন। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ