spot_img

শিশুকে অপহরণের পর ধর্ষণ, আসামির যাবজ্জীবন

অবশ্যই পরুন

জয়পুরহাটে ৭ম শ্রেণির এক শিশুকে অপহরণ ও ধর্ষণের মামলায় জহুরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অপর আসামি জাহিদুল ইসলামকে (৪০) বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার (১৪ মার্চ) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জহুরুল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ আলীপুর গ্রামের মৃত মোহর আলী সরদারের ছেলে ও খালাসপ্রাপ্ত ব্যক্তি জাহিদুল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা পাড়া গ্রামের নছির উদ্দিন মন্ডলের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৩ মে বানাইচ গ্রামের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী স্বজনের বাড়ি থেকে গোপিনাথপুরের মেলায় গিয়েছিল। এ সময় ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে অপহরণ করে এবং পরে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পরের দিন ক্ষেতলাল থানায় বাদী হয়ে জহুরুল ও জাহিদুলের নামে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ওই বছরের ৭ আগস্ট আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন।

পরে ১৪ জন সাক্ষীর জবানবন্দি শেষে শনিবার (১৩ মার্চ) বিকেলে আদালতের বিচারক জহুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও জাহিদুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বলেন, মামলায় অপহরণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ও ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডসহ দুটি ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার সমুদয় টাকা সরাসরি বাদীর হাতে পৌঁছে দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ