spot_img

ইকুয়াটোরিয়াল গিনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮

অবশ্যই পরুন

মধ্য আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। এ ঘটনায় আহত ৬ শতাধিক মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রোববার বাটা শহরের একটি সেনা ব্যারাকের কাছেই হয় জোরালো এ বিস্ফোরণ। সেখানে ডায়নামাইট মজুদ করছিলো একটি শ্রমিক দল। কিন্তু, অবহেলার কারণে বিস্ফোরিত হয় ডায়নামাইট। তাতে ব্যারাক ও আশপাশের ঘরবাড়ি ধ্বসে পড়ে। হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছে কমপক্ষে তিন শতাধিক মানুষ।

এখনও ধারণা করা হচ্ছে- অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে আছেন। তাদের সন্ধানে চলছে অভিযান।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ