spot_img

ষষ্ঠ ধাপে পৌর ভোটের লড়াই ১১ এপ্রিল

অবশ্যই পরুন

দেশের ১১ পৌরসভায় ষষ্ঠ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ওই দিন সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার (৮ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনের অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ। পরদিন ১৯ মার্চ মনোনয়ন বাছাই। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ। সর্বশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।

ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে- পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া পৌরসভায়।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ