spot_img

রুশ টিকা নিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার স্পুটনিক-৫ টিকা নিয়েছেন। পশ্চিমা দেশগুলোতে এই রুশ ভ্যাকসিনটি গ্রহণযোগ্যতা না পেলেও ইউরোপে তা কদর পেয়েছে। ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে কোভিড টিকা সরবরাহে বাধা রয়েছে। যে কারণে মিত্র দেশ হিসেবে রুশ টিকাই সংগ্রহ করতে সমর্থ হয়েছে দেশটি। -আরটি

গত মাসে ১ লাখ ডোজ স্পুটনিক-৫ টিকার একটি চালান মস্কো থেকে কারাকাসে এসে পৌঁছেছে। মাদুরো ছাড়াও গত জানুয়ারিতে রুশ টিকা নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তে ফার্নান্দেজ। রাশিয়ায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মস্কোতে স্পুটনিক টিকা নেন। রুশ টিকা ইউরোপে অনুমোদনের অপেক্ষায় আছে। ফাইজার ও এ্যাস্ট্রাজেকার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে ৯২ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। স্পুটনিক বিশ্বের প্রথম কোভিড টিকা। তবে পশ্চিমা মিডিয়াগুলো রুশ টিকার দ্রুত অনুমোদন দেওয়ার বিষয়টি সমালোচনা করে আসছে। জার্মানি, ইতালি, আয়ারল্যান্ডসহ বেশ কিছু দেশে স্পুটনিক টিকা অনুমোদনের জন্যে আবেদন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ