ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের দলে নতুন চমক হিসেবে আছেন একজন। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনজন।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পাথুম নিসাংকা। টি-২০ সিরিজে ভালো করার ফলে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে চলমান টি-২০ সিরিজে ৩৪ বলে ৩৯ ও ২৩ বলে ৩৭ রানের দুটি ভালো ইনিংস খেলেছেন এ ওপেনার।
নিসাংকা সুযোগ পেলেও বাদ পড়েছেন দিলরুয়ান পেরেরা, কুসল পেরেরা ও লক্ষ্মণ সান্দাকান। আগামী ২১ মার্চ অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ মার্চ।
শ্রীলঙ্কা টেস্ট দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), দাসুন শানাকা, দুশমন্থ চামিরা, পাথুম নিসানকা, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, রোশেন সিলভা, ভানিদু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরঙ্গা লাকমল, আসিথা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, লাসিথ এম্বুলদেনিয়া।