গোলপি বলের টেস্টে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও একই গল্প। স্পিনের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ, উড়ে গেল সফরকারীরা। তিনদিনেই টেস্ট জিতল ভারত।
শনিবার টেস্টের তৃতীয় দিন বিকালে রবিচন্দ্রন অশ্বিনদের সামনে দ্বিতীয় ইনিংসে অল আউট মাত্র ১৩৫ রানে। এর আগে প্রথম ইনিংসে তুলে ২০৫ রান। ভারত ১ম ইনিংস করেছিল ৩৬৫ রান। সব মিলিয়ে ইনিংস ও ২৫ রানের জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত করল বিরাট কোহলির দল।
ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। তার পথ ধরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল স্বাগতিকরা। জুনে লর্ডসে শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহালিরা।
বিস্তারিত আসছে…