বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি লা লিগায় প্রথমবারের মতো ‘মাসের সেরা’ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারি মাসে লা লিগায় ৭ গোল করেছেন মেসি, যা জানুয়ারির চেয়ে ২ গোল বেশি। গত মাসে লা লিগায় মেসির চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেনি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের অ্যালেকজান্ডার আইসাক একমাত্র খেলোয়াড় যিনি ৪ গোলের বেশি করেছেন।
মেসির দুর্দান্ত ফর্ম বার্সার জন্যও সৌভাগ্য বয়ে এনেছে। গত পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে কাতালান জায়ান্টরা। সবগুলো ম্যাচেই কমপক্ষে একটি করে গোল করেছেন মেসি।
মেসির ফর্মের পাশাপাশি শিরোপা লড়াইয়ে আগের চেয়ে ভালো অবস্থানে আছে বার্সা। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের দল। দিয়েগো সিমিওনের দল এক ম্যাচ কম খেললেও পরের ম্যাচেই তাদের ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে।
প্রসঙ্গতভাবে, ২০২১ সাল শুরুর পর এরইমধ্যে মেসির গোল হয়ে গেছে ১২টি, পুরো মৌসুমে ১৯টি, যা আবার এখন পর্যন্ত মৌসুমে সর্বোচ্চ গোল।