চোট কাটিয়ে কিছুদিন আগেই মাঠে ফিরেছিলেন বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম তারকা ফুটবলার জেরার্ড পিকে। হাঁটুর চোটে আবারো ছিটকে গেছেন তিনি।
কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় বার্সেলোনা। এ ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন পিকে। পরবর্তীতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতে বার্সা। সেভিয়ার মাঠে ২-০ গোলে হারা কাতালান ক্লাবটি দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে ফাইনালে ওঠে।
একদিন পরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিকের ডান হাঁটুর লিগামেন্টে ইনজুরির কথা জানায় বার্সেলোনা। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে এবার কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো জানানো হয়নি।
এর আগে হাঁটুর চোটে প্রায় তিন মাস বাইরে থাকার পর গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলে হারা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন পিকে। এই মৌসুমে সব মিলিয়ে তিনি কেবল ১৫ ম্যাচ খেলতে পেরেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এ যাত্রায় তাকে কমপক্ষে আরও তিন সপ্তাহ বাইরে কাটাতে হবে।