spot_img

গিনি ও কঙ্গোতে ২৮ জনের ইবোলা শনাক্ত, ১১ জনের মৃত্যু

অবশ্যই পরুন

আফ্রিকার দেশ গিনি ও কঙ্গোতে ২৮ জনের ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ইতোমধ্যেই ১১ জনের মৃত্যু হয়। মঙ্গলবার আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) এ তথ্য নিশ্চিত করে।

কঙ্গো জানায়, দেশটিতে ১১ জনের ইবোলা শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। গিনিতে আক্রান্ত হয় ১৭ জন এবং এদের ৭ জনের মৃত্যু হয়। ৫৫ সদস্যের আফ্রিকান ইউনিয়নের বিশেষায়িত স্বাস্থ্যসেবা এজেন্সি সিডিসি এ তথ্য জানায়।

সূত্র জানায়, গিনির ইবোলা আক্রান্ত ২ জন সুস্থ হয়েছে। কঙ্গোতে এখন পর্যন্ত ১ জনের সুস্থ্যতার খবর পাওয়া গেছে। কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত মহাদেশটির দুইটি দেশে ইবোলা ছড়িয়ে পড়ায় নতুনভাবে আতঙ্ক দেখা দিয়েছে।

২০১৪ থেকে ২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলায় ১১ হাজার ৩০০ লোকের মৃত্যু হয়। ২৮ হাজার ৬০০’র বেশি লোক আক্রান্ত হয়েছে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ