তার বাবা গুণী অভিনেতা সুব্রত। তার মা ছিলেন জনপ্রিয় নায়িকা দোয়েল। তাদের সন্তান হিসেবে নয়, বরং নিজের পরিচয়েই তিনি পরিচিত সবার কাছে। তিনি দীঘি। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন একটা সময়।
এবার দীঘি নায়িকা। আগামী ১২ মার্চ অভিষেক হচ্ছে নায়িকা দীঘির। মজার ব্যাপার হচ্ছে, একটি নয়, দুটি সিনেমা দিয়ে দীঘি তার নতুন পথচলা শুরু করছেন। একই দিনে মুক্তি পাচ্ছে তার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ নামের দুটি সিনেমা।
একসঙ্গে দুই সিনেমা দিয়ে অভিষেকের ঘটনা কেবল ঢালিউডেই নয়, অন্যান্য ইন্ডাস্ট্রির ইতিহাসেও বিরল। সেই বিরল ঘটনাই ঘটছে দীঘির সঙ্গে।
দীঘি বলেন, ‘খুবই আনন্দ লাগছে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে ১২ মার্চ। তার আগেই খবর পেয়েছি, আরও একটি ছবি আসছে আমার একই দিনে। আমি নিশ্চয়ই ভাগ্যবান।’
উল্লেখ্য, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। এতে দীঘির বিপরীতে তরুণ নায়ক শান্ত খান। এই সিনেমা প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। বঙ্গবন্ধুর তরুণ বয়সের প্রেক্ষাপট উঠে আসবে সিনেমাটিতে।
অন্যদিকে ‘তুমি আছো তুমি নেই’ নির্মাণ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন দীঘি ও আসিফ ইমরোজ। রোম্যান্টিক ধাঁচের এই সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি।