দেশ বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হানিফ আর নেই। সোমবার রাত ১০ টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ৪ পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন অধ্যক্ষ হানিফ।
দক্ষিণাঞ্চলে শিক্ষার বিস্তারে আলোর বাতিঘর অধ্যক্ষ হানিফ এর ভূমিকা ছিল সীমাহীন। তিনি বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ (বিএম কলেজ), সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
তিনি একাধারে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি।
বরিশালের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সামাজিক সংগঠন গড়ার কারিগর মো. হানিফ ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। দেশের বিভিন্ন সেক্টরে তার শিক্ষার্থী থাকায় সারাদেশই অধ্যক্ষ হানিফের সুনাম ছিল অবর্ণনীয়।
মঙ্গলবার বাদ আছর তার প্রিয় প্রতিষ্ঠান সরকারি বিএম কলেজ মাঠে জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন হবে। এর আগে দুপুর ২টায় ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে সর্বস্তরের মানুষ তার মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসাইন।