spot_img

সমালোচকদের একহাত নিলেন অশ্বিন

অবশ্যই পরুন

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের উইকেট নিয়ে কম আলোচনা সমালোচনা হচ্ছে না শেষ তিন দিনে। পাঁচ দিনের টেস্টটা যে শেষ হয়েছে পাঁচ সেশনের একটু বেশি সময় নিয়ে! তবে আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট নিয়ে এতো আলোচনা সমালোচনায় উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রশ্ন তুলেছেন ‘ভালো উইকেট’ এর সংজ্ঞা নিয়েও।

মোতেরায় সিরিজের তৃতীয় টেস্টের পাঁচ সেশনেই নেই হয়ে গেছে ৩০ উইকেট। ইংল্যান্ডের ২০ উইকেটের ১৯ টি গেছে ভারতীয় স্পিনারদের দখলে। বাকি একটা উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা। ভারতের প্রথম ইনিংসেও পেসারদের ঝুলিতে গেছে একটি উইকেট, বাকি নয়টিই শিকার করেছেন স্পিনাররা, এমনকি খণ্ডকালীন স্পিনার জো রুটও আট রান খরচায় পেয়েছেন পাঁচ উইকেট।

দুই ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেছে যথাক্রমে ১১২ ও ৮১ রানে। প্রথম ইনিংসে ভারতও করতে পেরেছে মোটে ১৪৫ রান। তবে দ্বিতীয় ইনিংসে নিখুঁত ব্যাটিংয়ে দশ উইকেটের জয় নিশ্চিত করে বিরাট কোহলির দল। এর ফলে শুধু সিরিজেই ২-১ ব্যবধানে এগিয়ে যায়নি ভারত, আশা বাঁচিয়ে রেখেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলারও, অন্যদিকে এ লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড।

মোতেরার উইকেটের এমন স্পিন-বান্ধব আচরণের ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বেশ। মত অবশ্য যাচ্ছে দু’পক্ষেই। টেস্ট শেষে ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউডই যেমন বলেছিলেন, ম্যাচের পিচ নিয়ে অভিযোগ জানানোর ভাবনা আছে দলের। বিরক্তি প্রকাশ করেছিলেন ইংলিশ অধিনায়ক রুটও।

তবে বিরাট কোহলি ভিন্নমত দিয়ে বলেছিলেন, ব্যাটসম্যানরাই ঠিকঠাক ব্যাট করতে পারেননি। এবার ভারতীয় স্পিনার অশ্বিনও কথা বললেন অধিনায়কেরই সুরে। পিচের দোষ দেখছেন না তিনিও। বললেন, ‘ম্যাচটা দুই দিনে শেষ হয়ে যাওয়া নিয়ে অনেকেই আমাকে ক্ষুদেবার্তা পাঠিয়েছেন। কিন্তু আমি বলবো, বাকি গোলাপি বলের টেস্টগুলো, যেগুলো দুই দিনেই শেষ হয়ে গিয়েছিল সেগুলোর কথা। সেখানেও তো তিন দিনে টেস্ট শেষ হয়েছে!’

ভারতীয় স্পিনারের অভিমত, গোলাপি বলে ব্যাটসম্যানদের পক্ষে খেলাটা কিছুটা কষ্টকর। বললেন, ‘আমি জানি না এ বিষয়ে তাদের কী বলবো। কারণ মানুষজন একটা মন্তব্য ছুঁড়ে দিয়েই ক্ষান্ত হয়। দুর্ভাগ্যজনকভাবে তাদের গোলাপি বলে খেলার অভিজ্ঞতা নেই, তারা এর ভিন্নতার সঙ্গেই পরিচিত নয়।’
বিরাট কোহলির মতো অশ্বিনও জানালেন, দোষের সিংহভাগ পড়ে ব্যাটসম্যানদের কাঁধেই। অশ্বিনের কথা, ‘বোলাররা ম্যাচটা জিততে চায়। রান করার জন্য ব্যাটসম্যানদের ভালো ব্যাট করা উচিত। এ নিয়ে কোনো প্রশ্নই আসা উচিত নয়।’

টেস্ট-ক্রিকেটের চিরাচরিত ঐতিহ্যেও বিরক্তি প্রকাশ করলেন অশ্বিন, ‘ভালো পিচের সংজ্ঞা কি? এটা কে নির্ধারণ করে দিয়েছে? প্রথম দিনে পেস, এরপর ব্যাটসম্যানদের রাজত্ব, শেষ দুই দিনে স্পিন? কে এই নিয়ম তৈরি করে দিয়েছে? এ থেকে বেরিয়ে আসা উচিত আমাদের। আপনার মনে যা আসে তাই বলে দেয়া থেকে বিরত থাকুন।’

তিনি আরও যোগ করেন, ‘যদি আপনি জিজ্ঞেস করেন এটা ভালো টেস্ট উইকেট কিনা? তাহলে আমি বলবো ইংল্যান্ডের কেউই পিচ সম্পর্কে কোনো সমস্যার কথাই জানায়নি। তারা উন্নতি করতে চায়, লড়াইয়ে ফিরতে চায়। খেলোয়াড়রাই অভিযোগ জানায়নি, আর যারা রিপোর্ট করছে তারা কি চায়? তাদের খেলোয়াড়রা লড়াই না করে পিচের ব্যাপারে অভিযোগ জানাক? আমরা কি এমন কিছু করেছি আমাদের কোনো সফরে?’ সিরিজের শেষ টেস্টে আগামী ৪ মার্চ এই আহমেদাবাদেই মুখোমুখি হবে দুই দল।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ