spot_img

মেক্সিকোর প্রেসিডেন্ট ও বাইডেনের মধ্যে হবে ‘ভার্চুয়াল’ সম্মেলন

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের গোড়ার দিকে বিদেশি নেতার সঙ্গে তার দ্বিতীয় ‘ভার্চুয়াল’ সম্মেলনে অংশ নেবেন। এ সময় তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদরের সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে বলেন, ‘আগামী ১ মার্চ সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদরের সঙ্গে সম্মেলন করবেন।’

তিনি আরো বলেন, ভার্চুয়াল এ সম্মেলনে তারা অভিবাসন বিষয়ে সহযোগিতা, সাউদার্ন মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকায় যৌথ উন্নয়ন প্রচেষ্টা, কোভিড-১৯ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

দেশ মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর জানায়, এ দুই নেতা মধ্য আমেরিকার উত্তরাঞ্চল ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসনের কাঠামোগত বিভিন্ন বিষয় নির্ধারণ করার কৌশলগত সহযোগিতাসহ দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য ভাগাভাগির ব্যাপারে আলোচনা করবেন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ