spot_img

মতিঝিলে ইয়াবাসহ বাস চালক ও সুপারভাজার গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাজধানীর মতিঝিলে একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মতিঝিলের টুইনবি সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- বাসের ড্রাইভার মো. সুমন ও সুপারভাইজার মো. মেহেদী হাসান। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাসটি জব্দ করা হয়।

উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, গোয়েন্দা সূত্রে জানতে পারি যে, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাসে করে ঢাকায় ইয়াবা আসছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার মতিঝিল থানা এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের দল। রাত ৮টার দিকে বাসটি টুইনবি সার্কুলার রোড এলাকায় এসে পৌঁছালে তল্লাশি করা হয়। বাসের ভেতরে তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় এই ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ