পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে কমপক্ষে ৪৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
স্থানীয় জনগণ আতঙ্কে তাদের ঘরবাড়ি ছেড়ে পালতে বাধ্য হচ্ছেন। এবার নিহতদের মধ্যে ছিল বহু শিশু, যারা বিস্ফোরণের সময় মাঠে খেলা করছিল।
হাসপাতাল পরিদর্শন শেষে বোর্নো রাজ্যের গভর্নর জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিস্ফোরণে হতাহতদের এরই মধ্যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
কেউ এখনো এই হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে বোকো হারাম এই অঞ্চলে সক্রিয় থাকায়, তারাই হয়তোবা হামলাটি চালিয়ে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বোকো হারামের হামলায় নিহত হয়েছেন ৩৬ হাজার বেসামরিক জনগণ। একটি ইসলামি সরকার গঠনের দাবিতে গোষ্ঠীটি তাদের লড়াই চালিয়ে যাচ্ছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা