spot_img

ইইউ শরণার্থীদের কোনো ধরণের আর্থিক সহযোগিতা দেয়নি: এরদোগান

অবশ্যই পরুন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শরণার্থীদের জন্য কোনো ধরণের আর্থিক সহযোগিতা দেয়নি। ইইউর কঠোর সমালোচনা করে বলেন, তুরস্কে ৪০ লাখ শরণার্থী রয়েছে। এরপরও কোনো সহযোগিতা দেয়া হয়নি। যদিও ইইউ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ গ্রিসকে এক লাখ শরণার্থী রাখার জন্য তিনশ কোটি ইউরো দেয়া হয়েছে। কিন্তু তুরস্ককে ৪০ লাখ শরণার্থীর জন্য কোনো সাহায্যই দেয়া হয়নি।

সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পর চার লাখ ২০ হাজার শরণার্থী নিজেদের দেশে ফিরে গেছে বলে জানান তিনি। সিরিয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি শরণার্থী দেশে ফিরে যাবে।

এরদোগান বলেন, আমেরিকাও শরণার্থীদের কথা একবারের জন্যও চিন্তা করে না বরং তারা সন্ত্রাসীদের সহযোগিতা করছে এবং তাদের সঙ্গে সুর মেলাচ্ছে।

সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে ও ওয়াইপিজের হামলায় গত এক মাসে শিশুসহ বহু নিরপরাধ মানুষ প্রাণ হারায় উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের হামলা অব্যাহত থাকলে আঙ্কারা পাল্টা পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবে না। সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ