spot_img

টিকার দ্বিতীয় ডোজ ৭ এপ্রিল থেকে: স্বাস্থ্যমন্ত্রী

অবশ্যই পরুন

আগামী ৭ এপ্রিল থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এছাড়া রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ লাখের বেশি।

তিনি বলেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা। প্রয়োজনীয় ৮ কোটি ডোজ টিকা পেতে চেষ্টা করছে ভারত। আর যারা প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদের ২য় ডোজ টিকা দেওয়া শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে।

এ মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা রয়েছে সেরামের থেকে তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মহামারির মধ্যেই বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রথমে শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া হবে। তারপর শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। বর্তমানে দেশজুড়ে এক হাজার পাঁচটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা- দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান চলছে, টিকাদান কার্যক্রমে কাজ করছে দুই হাজার ৪০০টি দল।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ