প্রিলে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের দলে থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলবেন না মোস্তাফিজুর রহমান। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের পথে রওনা হওয়ার আগে বাঁহাতি পেসার সরাসরিই বলে গেলেন, সবার আগে দেশ।
সাকিব আল হাসানের মতো এখনো আইপিএল খেলার জন্য এপ্রিলে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি চাননি মোস্তাফিজ। চাইলে তাকেও ছুটি দেয়া হবে বলে জানিয়ে দিয়েছে বিসিবি। সিদ্ধান্তটা মোস্তাফিজকেই নিতে বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের স্কোয়াডে জায়গা পাওয়া মোস্তাফিজ অবশ্য বিসিবির উপর সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছেন, ‘বিসিবি আমার উপরেই ছেড়ে দিয়েছে। আমার কথা হল, ওইসময় তো শ্রীলঙ্কা সিরিজ। যদি আমাকে টেস্টে রাখে তাহলে আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি যেটা বলবে সেটাই করবো।’
‘সবার আগে দেশ। সবার আগে আমার দেশের খেলা প্রথম। যদি দলে নির্বাচিত না হই, যদি বিসিবি ছাড়ে, তাহলে খেলব (আইপিএল)।’
ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ।