spot_img

জাবি শিক্ষার্থীদের ওপর হামলা, ২৫০ জনের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে এই মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন জাবির সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে ২৫০ জন অজ্ঞাতনামা হামলাকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছি। মামলা নম্বর হচ্ছে ৫৯/২১।

এর আগে শনিবার জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে মামলা দায়েরে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং ক্যাম্পাস ও ছাত্রাবাস পুনরায় খোলার দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন সামিয়া হাসান তাদের ছয় দফা দাবির কথা তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- এ হামলার বিচার করতে হবে; ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে হবে; গেরুয়াতে যেসব শিক্ষার্থী রয়েছে পুলিশি হেফাজতে তাদের ক্যাম্পাসে আনতে হবে; শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হল খুলে দিতে হবে; আহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ জাবি প্রশাসনকে দিতে হবে; ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে; এ ঘটনার দায়ভার কোনো শিক্ষার্থী নেবে না।

জাবির প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘ছাত্রাবাস পুনরায় খোলার ব্যাপারে আমরা কোনো নির্দেশনা পাইনি। আমরা সরকারের অনুমতি ছাড়া আর কোনো উদ্যোগ নেব না।’

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ