ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলেও দিনাজপুরের বাজারে দামে কোন প্রভাব পড়েনি। উল্টো হঠাৎ করেই সব ধরনের চালের দাম বস্তা প্রতি এক থেকে দেড়শ টাকা বেড়েছে। খুচরা বাজারে কেজি প্রতি বেড়েছে ২ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
ধান উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা দিনাজপুরে হঠাৎ করেই বেড়েছে চালের দাম। গত সপ্তাহে বারি আটাশ চালের ৫০ কেজির বস্তার দাম ছিল ২ হাজার ৭শ’ টাকা। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৮শ’ থেকে ২ হাজার ৮৮০ টাকায়।
একইভাবে সাড়ে ২৯শ’ টাকার মিনিকেট ৩ হাজার থেকে ৩ হাজার ৫০ টাকা, ২ হাজার ৬০ টাকার গুটি স্বর্ণা সাড়ে ২২শ’ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেড়েছে কেজি প্রতি দেড় থেকে দুই টাকা।
দফায় দফায় লাগামহীন দাম বাড়ার জন্য বিক্রেতারা চালকল মালিকদেরই দোষারোপ করছেন। তবে চালকল মালিকদের দাবি মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় দাম স্বাভাবিক আছে।
এদিকে আমদানিকারকরা জানান, ভারতে চালের দাম বেশি হওয়ায় তারা বরাদ্দের পুরো অংশ আমদানি করছে না। সীমিত পরিমাণে আমদানির কারণে দেশের বাজারে প্রভাব পড়ছে।