spot_img

আইপিএল অভিষেকেই ১৪ কোটি রুপির জাই রিচার্ডসন

অবশ্যই পরুন

বছর তিনেক আগে টি-টোয়েন্টিতে অভিষেক, ২০১৭ সালে। এর এক বছর পর ওয়ানডে অভিষেক। ২০১৯ এ অভিষেক সাদা পোশাকে। কিন্তু জাতীয় দল অস্ট্রেলিয়ার হয়ে এই বছরগুলোতে তেমন নজড় কাড়তে পারেননি জাই রিচার্ডসন। কিন্তু গেল বিগ ব্যাশে দুর্দান্ত বোলিংয়ের কারণে এবারের আইপিএলে সবাইকে চমকে দিলেন ২৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান পেসার। প্রথমবারের মতো আইপিএলের নিলামে নাম লিখিয়ে গড়লেন ইতিহাস। ১৪ কোটি রুপিতে এই তরুণ পেসারকে দলে টেনেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব।

অথচ জাই রিচার্ডসনের ভিত্তি মূল্য ছিল মাত্র দেড় কোটি। সেখান থেকে বেশ চড়া দামেই রিচার্ডসনকে নেয় পাঞ্জাব। অস্ট্রেলিয়ার হয়ে নয় ম্যাচে নয় উইকেট শিকার রিচার্ডসনের। খুব আহামরি বোলিং ফিগার নয় যদিও। ওয়ানডেতে ১৩ ম্যাচে উইকেট তার ২৪টি। তবে প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৭ ম্যাচে উইকেট ৬৭।বিগ ব্যাশে গেল মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রিচার্ডসন। সে কারণেই হয়তো তাকে মনে ধরেছে প্রীতি জিনতার। অস্ট্রেলিয়ার তিন গতির তারকা মিশেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের সঙ্গে জুটি বেধে বোলিং করার অভিজ্ঞতা আছে রিচার্ডসনের। টানা বোলিং করতে পারেন ঘন্টায় ১৪০ কিলোমিটার গতিতে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ