রাশিয়ার সোচি শহরে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে সিরিয়া বিষয়ক ফলপ্রসূ বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ১৭ দফাবিশিষ্ট এক বিবৃতিতে ইদলিব সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দুদিনের এ বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে সিরিয়ার তেল চুরির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এই তেল সম্পদের মালিক দামেস্ক এবং তাকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।
রাশিয়া, তুরস্ক ও ইরান এই যৌথ বিবৃতিতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে বলে, জাতিসংঘ ঘোষণা অনুযায়ী বিশ্বের সব দেশকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। সামরিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান হবে না বরং জাতিসংঘের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ি সিরিয়ার জনগণই তাদের দেশের ভাগ্য নির্ধারণ করবে। সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটিও কোনোরকম বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তাদের কাজ করে যাবে।
বিবৃতিতে সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে এই হামলাকে আন্তজার্তিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ নিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এক সমঝোতা হয়। ওই সমঝোতায় ইদলিব অঞ্চলে নতুন একটি অসামরিকীকৃত এলাকা ঘোষণার কথা বলা হয়। তুরস্ক ও রাশিয়ার মধ্যকার এ সমঝোতা চুক্তিকে স্বাগত জানায় ইরান।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারী আলী আসগার খাজি বলেন, এ বৈঠকে সিরিয়ার বিভিন্ন বিষয়ে ইতিবাচক সমঝোতা হয়েছে যা এই আরব দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে। বুধবার সোচি বৈঠক শেষে বার্তা সংস্থা ইরনাকে বলেন, বৈঠকে তিন দেশ যুদ্ধক্ষেত্র, সন্ত্রাসবাদ, মানবিক সাহায্য ও সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটির কাজ নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সমঝোতা হয়। ত্রিপক্ষীয় বৈঠক ছাড়াও তিনি রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং এসব বৈঠকও ফলপ্রসূ হয়েছে।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২০১৭ সালে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে সিরিয়া সংকট সমাধান করার লক্ষ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর থেকে দ্রুতগতিতে সিরিয়া সংকটের সমাধান হতে শুরু করে। এরপর থেকে এই তিন দেশের মধ্যে বিভিন্ন স্থানে সিরিয়া বিষয়ক বৈঠক হলেও এসব আলোচনা আস্তানা বৈঠকের ধারাবাহিকতা হিসেবে গণ্য করা হয়।
সূত্র: পার্সটুডে