চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। শুক্রবারই দল ঘোষণা করবে বিসিবি। তার আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ জাতিয় দলের কয়েকজন ক্রিকেটার। স্ত্রীসহ টিকা নেওয়ার পর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বললেন, আমরা ভাগ্যবান।
বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিতে তামিম এসেছিলেন স্ত্রী আয়েশা আক্তারকে নিয়ে। স্ত্রী প্রিয়ন্তি দেবনাথকে নিয়ে এসেছিলেন সৌম্য সরকার। এদিকে সেখানে ছিলেন মেহেদি হাসান মিরাজ, নাঈম শেখ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদরা।
খুব সুন্দরভাবে টিকা প্রদান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশি হিসেবে এত আগে টিকা পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন তামিম, ‘আমরা ভাগ্যবান যে আমরা টিকা পাচ্ছি। উন্নত দেশগুলোর মধ্যেও এত পরিমাণ টিকা প্রদান করা হচ্ছে না। সেই জায়গায় টিকা প্রয়োগের তালিকায় আমরা ১২ নম্বর দেশ। টিকা পাচ্ছি এই নিয়ে ধন্যবাদ ছাড়া কিছু বলার নেই।’
টিকা নিয়ে প্রথম দিকে ভয় ছিল তামিমের। এজন্য টিকা নেয়া না নেয়া নিয়ে এ তারকা ছিলেন দ্বিধাদন্দ্বে। এ নিয়ে বৃহস্পতিবার তিনি বলেন,
‘ভয় অবশ্যই ছিল, আমি অস্বীকার করবো না। আমার মনে হয় এটা সবার মধ্যেই হয়তো ছিল। যখন প্রথম টিকা নেওয়ার কথা চলছিল, তখন আমিও নিশ্চিত ছিলাম না নিবো নাকি নিবো না। জিনিসটা নিয়ে যদি জানা যায় অথবা জিনিসটা নিয়ে যারা কাজ করছেন তারা আপনাকে বোঝাবে তখন আপনি বুঝতে পারবেন। আমি বলব আমরা ভাগ্যবান যে জিনিসটা পাচ্ছি।’
তামিমের পরিবারের প্রায় সবাই এরমধ্যে টিকার আওতায় চলে এসেছেন। টিকার প্রদানের প্রক্রিয়া খুব ভাল হওয়ায় সবাইকেই নেওয়ার আহবান জানিয়েছেন তিনি, ‘যারা এটা মধ্যে সম্পৃক্ত আছেন তাদেরকে আমি আমার তরফ থেকে স্যালুট দেবো। এটি দারুণ একটি অভিজ্ঞতা। শুধু আমার জন্য নয়, আমার যারা বন্ধু-বান্ধব আছে, পরিবারের সদস্য যারা নিজে থেকে নিবন্ধন করে গেছে এবং নিয়েছে তাদেরও পুরা প্রক্রিয়াটা খুবই ভালো।
তামিম ইকবাল বললেন, অনেকেই টিকা নিয়ে নেতিবাচক কথা বলেন, কিন্তু ইতিবাচক দিকগুলোও বলা দরকার, ‘এখন টিকা নেওয়াটা সবার জন্য জরুরি হয়ে গেছে। যারাই এর সঙ্গে জড়িত আছেন (টিকাদান কার্যক্রম) তাদেরকে আমার তরফ থেকে স্যালুট। এত সুন্দর করে সরকার করছে তা প্রশংসা করার মতো। আমরা নেতিবাচক বিষয় তুলে ধরি। এই বিষয়টা ইতিবাচক বিষয়গুলো সবার কাছে তুলে ধরা উচিৎ। আমরা জাতীয় দলের খেলোয়াড়রা এসেছি বলে অনেক সহজেই হয়েছে এমন না। আমার পরিবারের অনেকেই টিকা নিয়েছেন। তারাও খুব সহজেই গ্রহণ করেছেন।’