spot_img

করোনা নিয়ন্ত্রণে শুরু থেকেই প্রশংসিত নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে নিউজিল্যান্ড আর করোনা নিয়ন্ত্রণে শুরু থেকেই প্রশংসিত হয়ে আসছে দেশটি।আগামী বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডে আর সামাজিক দূরত্বের বিধিনিষেধ থাকছে না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানায় দেশটির কতৃপক্ষ। -সিএনএন

দেশটির মেট্রোপলিটন এলাকা অকল্যান্ডের বিধিনিষেধ দ্বিতীয় ধাপে নামিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। অন্যান্য অঞ্চলে প্রথম ধাপই অব্যহত থাকবে। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৯৮৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে বর্তমানে ৪৯ জন চিকিৎসাধীন। সম্প্রতি নিউজিল্যান্ডে নতুন করে আরও তিনজনের করোনা শণাক্ত হয়েছে। একই পরিবারের তিনজন সদস্যের করোনা শনাক্তের কথা রোববার ঘোষণা করে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন সাউদি

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। যেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাউদির,...

এই বিভাগের অন্যান্য সংবাদ