ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সউদী প্রবাসী নেতা ড. মোহাম্মদ আল-খুদারি ও তার ছেলেকে কারাগার থেকে মুক্তি দিতে রিয়াদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ড. খুদারির স্বাস্থ্যগত অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং তার জন্য পর্যাপ্ত স্বাস্থ্য পরিচর্যার ব্যবস্থা নেই।
সম্প্রতি অ্যামনেস্টি বলেছে, ড. খুদারির স্বাস্থ্যগত অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং তিনি প্রয়োজনীয় ও পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। অ্যামনেস্টি জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিল মাসে যখন ড. খুদারি ও তার ছেলেকে সউদী কর্তৃপক্ষ আটক করে তার আগ মুহূর্তে হামাসের এ নেতা মূত্রথলির অপারেশন করান এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, আটকের এক বছর পর সউদী কর্তৃপক্ষ খুদারি ও তার ছেলেকে রাজধানী রিয়াদের ফৌজদারী আদালতে হাজির করে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে অ্যামনেস্টি সউদী রাজা সালমানকে খুদারি ও তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করার আহ্বান জানিয়েছে।
সূত্র : পার্সটুডে