spot_img

ইরানের ডেডলাইন: পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল জার্মানি ও ফ্রান্স

অবশ্যই পরুন

পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন। পরমাণু সমঝোতা রক্ষার জন্য গত ডিসেম্বরে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যে বাস্তবায়ন করা না হলে ইরান সমঝোতার ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করে দেবে বলে সময়সীমা ঘোষণার পর দুই পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনা করলেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এ টেলিফোন আলোচনার কথা জানিয়েছেন। এতে তিনি আরো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াসহ ইউরোপে করোনাভাইরাস পরিস্থিতি নিয়েও তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্য-ইভস লা দ্রিয়াঁর সঙ্গে আলোচনা করেন।

গত ডিসেম্বরে ইরানের জাতীয় সংসদ একটি আইন পাস করেছে যাতে বলা হয়েছে আমেরিকা এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো যদি এই সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ইরান সরকারকে সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত সহযোগিতা বন্ধ করে দিতে হবে। জাতীয় সংসদে বিল আকারে পাস হওয়ায় এই আইন ইরান সরকার মানতে বাধ্য। ইরান সরকারের কর্মকর্তারা এরইমধ্যে জানিয়েছেন, তারা এই আইন অনুসরণ করতে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ