spot_img

ফ্রান্সে ইসলামের বিরুদ্ধে কঠোরতার বিরুদ্ধে বিক্ষোভ

অবশ্যই পরুন

ইউরোপে বিশেষত ফ্রান্সে ইসলাম বিরোধিতা আগের মতোই অব্যাহত রয়েছে। ফরাসি মুসলিমরা তীব্র চাপের মধ্যে আছেন। ফরাসি মুসলমানদের ওপর চাপ ও সীমাবদ্ধতা আরো কঠোর করার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ করেছে।

ফরাসী সরকার একটি বিল পাস করতে যাচ্ছে। ওই বিলটি পাস হলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় সীমাবদ্ধতা আরোপিত হবে এবং মুসলমানদের অনেকেই সম্ভাব্য সন্দেহভাজন হিসাবে পরিগণিত হবে।

ফ্রান্সে সাম্প্রতিক মাসগুলোতে ইসলাম বিরোধিতা আরো তীব্র হচ্ছে। সে দেশের অনেক মুসলমান নানারকম নির্যাতনের শিকার হচ্ছে। তাদের পবিত্র স্থানগুলোর অবমাননা করা হয়েছে। যারা এসব করেছে তাদেরকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এসব ঘটনার জন্য তিরস্কার করেননি, বরং স্বাধীনতার নামে তাদের সমর্থন করেন। এরই ধারাবাহিকতায় ফরাসী সরকার প্রজাতন্ত্রের মূল্যবোধগুলোর মর্যাদা বৃদ্ধি আইন নামে একটি বিতর্কিত বিল প্রবর্তন করেন।

সরকার দাবি করছে যে এই বিলে অন্যান্য ধর্মের সঙ্গে বিরোধের কোনো প্রসঙ্গ নেই বরং এর একমাত্র উদ্দেশ্য হল স্বাধীনতা সুরক্ষা করা। বিলের পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন দাবি করেন, লৈঙ্গিক সমতা এবং ধর্মনিরপেক্ষতার মতো ফরাসী মূল্যবোধগুলোকে সহায়তা করার ক্ষেত্রে এবং চরমপন্থাকে নির্মূল করার ক্ষেত্রে এই বিল গুরুত্বপূর্ণ একটি উপায় বলে বিবেচিত।

ম্যাক্রনের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা বলছেন, এই বিলটি কার্যকরভাবে ফরাসি মুসলিমদের ওপর বিধিনিষেধ ও সীমাবদ্ধতা আরো শক্তিশালী করবে। বিক্ষোভকারীদের ভাষ্য হল, ফ্রান্সে আগে থেকেই এ বিষয়ে আইনি অনেক উপায় রয়েছে। সুতরাং নতুন এই আইনটি কেবল দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলামের বিরুদ্ধেই সীমাবদ্ধতা বাড়িয়ে তুলবে।

ইসলামো-ফোবিয়ার জাতীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান আবদুল্লাহ জিকরি একটি পরিসংখ্যান দেন। তিনি বলেন, ২০২০ সালে ফ্রান্সে ইসলামোফোবিয়ার ২৩৫ টি ঘটনা সংঘটিত হয়। ২০১৯ সালের তুলনায় ১৫৪ টি হামলার ঘটনা বেশি হয়। একই বছর মসজিদে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে শতকরা পঁয়ত্রিশ ভাগ। এই সময়ের মধ্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচারের ঘটনাও ছড়ানো হয়েছে ব্যাপকহারে। সেই সাথে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা জাগ্রত করে-এমন ইমেল প্রেরণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে প্রচুর।

সকল প্রকার প্রতিবাদ বিক্ষোভকে উপেক্ষা করে ফরাসী সংসদ সদস্যরা গত সপ্তায় প্রজাতন্ত্রের মূল্যবোধগুলোর মর্যাদা বৃদ্ধি আইনের খসড়ায় ভোট দিয়েছে এবং ফরাসী সংসদের উভয় কক্ষেই  বিলটি অনুমোদন পাবে বলে মনে করা হচ্ছে। যদিও ফরাসী বিক্ষোভকারীরা গতকালও ওই আইনটি বাতিল করার এবং দেশে স্বাধীনতার ওপর সীমাবদ্ধতা আরোপ না করার আহ্বান জানিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করেছে।

বিশ্লেষকদের অনেকেই মনে করেন ম্যাক্রনসহ কয়েকজন ফরাসী কর্মকর্তা বিভিন্ন ক্ষেত্রে যেসব দুর্নীতি করেছে সেসব ধামাচাপা দিতে এবং আসন্ন নির্বাচনে তাদের অবস্থান বজায় রাখতেই এ জাতীয় পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারেন।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ