চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার বিপক্ষে ম্যাচে নামার আগেই ইনজুরিতে পড়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। খেলতে পারবেন না মেসিদের বিপক্ষে। এমতাবস্থায় অন্যান্য সময়ের মতো এবার নেইমারকে চোট সারাতে ব্রাজিলে ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পিএসজি-র কোচ মাউরিসিও পচেত্তিনো।
মোট চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন নেইমার। মঙ্গলবার তো বটেই, ১০ মার্চ ফিরতি লেগেও বার্সেলোনার বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। পচেত্তিনো বলেছেন, ‘দ্রুত ওর ফিটনেস ফেরানোর জন্য চেষ্টা করছি আমরা। ব্রাজিলে চিকিৎসা করানোর ব্যাপারে ক্লাব বা ফুটবলার, কারওর তরফেই কিছু বলা হয়নি। যা রটছে, তা নেহাতই গুজব।’
চার বছর আগে পিএসজি-তে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চোট পেয়েছেন নেইমার। গোড়ালি, কুঁচকি, পাঁজর সব জায়গাতেই চোট পেয়েছেন। পচেত্তিনো আরো বলেন, ‘চোট খেলারই অংশ। আর প্রতিযোগিতা তো চলতে থাকবেই। ফ্রেঞ্চ কাপে হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে লিগের ম্যাচেও হতে পারত।’