spot_img

সৌদি ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ৯৯ মানবাধিকার সংগঠনের আবেদন

অবশ্যই পরুন

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ কথিত আরব জোটের বর্বর সামরিক আগ্রাসন বন্ধের জন্য রিয়াদ এবং আবুধাবির কাছে অস্ত্র বিক্রি থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ৯৯টি মানবাধিকার সংগঠন।  তারা দ্রুত ইয়েমেনে যুদ্ধ বন্ধ করা এবং দেশটির উপর অবরোধ প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে এসব মানবাধিকার সংগঠন বলেছে, অব্যাহত অবরোধ এবং সৌদি নেতৃত্বাধীন হত্যাযজ্ঞের কারণে গত ছয় বছরের যুদ্ধে ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্ন দেশে পরিণত হয়েছে  যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ নজির। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সৌদি জোটের আগ্রাসনে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে এবং বিপুলসংখ্যক স্থাপনা ও সেবা কেন্দ্র ধ্বংস হওয়ার কারণে জরুরী খাদ্য এবং ওষুধপত্রের সংকট দেখা দিয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো আরো বলেছে, ইয়েমেনের মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগের জন্য মারাত্মকভাবে মানবিক ত্রাণ জরুরি হয়ে পড়েছে যার মধ্যে এক কোটি ২০ লাখ শিশু রয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে এই ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো পরিষ্কার করে উল্লেখ করেছে।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন' বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান...

এই বিভাগের অন্যান্য সংবাদ