spot_img

ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে কৃষক খুন

অবশ্যই পরুন

শেরপুরের নকলা উপজেলায় ছাগল সুপারি গাছ খেয়ে ফেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষক খুন হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে, উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিম উদ্দিন ওরফে অজি (৪৫) বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আফরোজা আক্তার নামে এক গৃহিণী আহত হয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িত মিজান মিয়ার স্ত্রী ইতি বেগম ও ইসমাইলের স্ত্রী শিখা বেগম নামে ২ গৃহিণীকে আটক করেছে নকলা থানা পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিন (অজি)’র বাড়ির আঙ্গিনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের সদস্যদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ছাগলের মালিক মজিবরের ছেলে সজীবের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া আহত হন আফরোজা আক্তার নামে আরো এক নারী। ঘটনায় জড়িতদের মধ্যে ২ জন নারীকে আটক করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ