spot_img

সায়নী পেয়েছিলেন প্রাণনাশের হুমকি

অবশ্যই পরুন

বিজেপির বিরুদ্ধে যত বেশি কথা বলছেন অভিনেত্রী সায়নী ঘোষ ততই তার সঙ্গে জোরালো হচ্ছে তার তৃণমূলে যোগ দেওয়ার গুঞ্জন।

অবশ্য গুঞ্জনের বিভিন্ন কারণও রয়েছে সায়নীর। তিনি এখন বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। বিভিন্ন ধরণের কথা বলছেন দলটির বিরুদ্ধে। এরপর থেকে সায়নীকে পেতে হচ্ছে ধর্ষণ এবং প্রাণে মেরে ফেলার হুমকি।

একবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সায়নীর জন্য পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এই সাহায্যের পরিবর্তে অভিনেত্রীর থেকে কোনও রকম রাজনৈতিক সমর্থনের দাবি রাখেননি মমতা।

সায়নী ভারতীয় গণমাধ্যমকে বলেন,’দিদি (মমতা) কথা দিয়েছিলেন আমাকে নিরাপত্তা দেবেন, কথা রেখেছেন তিনি। রাত ২টার সময় ফেরে কাজ করে, মারতে ২ মিনিটও সময় লাগবে না, এমন ধরনের হুমকিও পেয়েছি আমি।’

তিনি আরও বলেন, আমার নিরাপত্তার দায়িত্ব কি আমার ৬৫ বছর মা-বাবা নেবেন? আমার মত দেবলীনাদিও প্রচুর হুমকি পেয়েছে। ওকেও তাই নিরাপত্তা দেওয়া হয়েছে। সেটা নিয়ে এত বড় ইস্যু করার কিছু আছে বলে আমার মনে হয় না।’

রাজনৈতিক মতাদর্শের বিষয়ে সায়নী জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কোনও রাজনৈতিক দলে যোগদান করেননি। তবে ভবিষ্যতে রাজনীতিকে বেছে নিলেও তাকে নিয়ে মানুষের অসুবিধা হওয়ার কথা নয় বলেই মনে করেন তিনি। সায়নীর কথায়, ‘আমার নামে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই, কোনও দুর্নীতিও করিনি। তা হলে আমি কখনও রাজনীতিতে যোগ দিলে কারওর তো অসুবিধা হওয়ার কথা নয়।’

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ