spot_img

অস্কারে সেরা দশে একতার ছবি

অবশ্যই পরুন

৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের আসর অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের ২৫ এপ্রিল থেকে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাছাই পর্ব।

এবার সেই বাছাইপর্বে একতা কাপুরের জন্য বড় এক সুসংবাদ পাওয়া গেল। তালিকায় সেরা ১০টি ছবির মধ্যে লাইভ অ্যাকশন শর্টফিল্ম বিভাগে জায়গা করে নিয়েছে একতার ‘বিট্টু’।

বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই শর্টফিল্মে অভিনয় করেছেন রানি কুমারী ও রেণু কুমারী। তবে এই ছবিটি তৈরিতে পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন একতা কাপুর, গুণিত মোঙ্গার, রুচিরা কাপুর ও তাহিরা কাশ্যপ।

দুই স্কুল পড়ুয়ার বন্ধুত্বের গল্পই এগিয়ে নিয়ে যাবে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র বিট্টু’কে। গত ফেব্রুয়ারি মাসে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘বিট্টু’।

একতা কাপুর তার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তার উচ্ছ্বাস। সেইসঙ্গে আর কোন কোন ছবি সিলেক্ট হয়েছে তাও জানালেন তিনি।

সর্বশেষ সংবাদ

জয় অধরা, ১০ জনের ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ড্র ব্রাজ়িলের

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে আরেকবার হয়েছেন ব্যর্থ। এই তারকা ফুটবলারের পেনাল্টি মিসের কারণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ