spot_img

মেসি বনাম নেইমার—দেখা হচ্ছে না এবার

অবশ্যই পরুন

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নেইমারকে পাচ্ছে না পিএসজি। থাই ইনজুরিতে পড়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।

অর্থাৎ লিওনেল মেসি ও নেইমারের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষা বাড়ছে। ন্যু ক্যাম্পে দেখা হচ্ছে না দুই তারকার।

গত বুধবার ফ্রেঞ্চ কাপে কঁয়ের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। এর আগে অ্যাঙ্গেল ডি মারিয়াও ঊরুর চোটে ছিটকে গেছেন ম্যাচ থেকে।

মাউরিসিও পচেত্তিনোর দল আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে খেলবে।

পিএসজি জানিয়েছে, ২৯ বছর বয়সী নেইমারের সেরে উঠতে ৪ সপ্তাহ সময় লাগবে। ১০ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচের আগে তাকে পাওয়ার আশা করছে দলটি।

গত বছর নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে পিএসজি। যে পথে বড় অবদান ছিল নেইমারের। ১৭ ম্যাচে করেন ১৩ গোল।

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ