spot_img

মাকে শেষবারের মতো দেখা হলোনা ক্লপের

অবশ্যই পরুন

বাস্তবতা কতো নিষ্ঠুর! ব্রিটেনে নিজের রুমে বসে হয়তো এটাই ভাবছেন ইয়ুর্গেন ক্লপ। প্রিয় মাকে হারিয়ে বিমর্ষ মন। নিশ্চয়ই বারবার ডুকরে কেঁদে উঠছেন ইংলিশ ক্লাব লিভারপুলের জার্মান কোচ।

৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইয়ুর্গেনের মা এলিজাবেথ ক্লপ। কিন্তু, চলমান করোনা পরিস্থিতিতে সফর নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে যাওয়া হচ্ছেনা তার। হচ্ছেনা শেষকৃত্যে অংশ নেয়া।

শেষবারের মতো মায়ের মুখখানি দেখতে না পাওয়ার বেদনা বুকে নিয়ে জার্মানির এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার জন্য তিনি ছিলেন সবকিছু। পৃথিবীর সেরা মা তিনিই। আমি নিশ্চিত, মা শান্তিতে ঘুমাবেন। দুর্বিষহ একটা সময় পার করছে গোটা পৃথিবী। সেজন্য শেষকৃত্যেও যেতে পারছিনা। তবে, যখন সবকিছু স্বাভাবিক হবে, মায়ের স্মরণে কিছু একটা করবোই।

কোচের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে ক্লাব লিভারপুল। টুইটারে নিজেদের স্লোগানটা লিখেই সহমর্মিতা জানিয়েছে তারা। অলরেডরা লিখেছে- ইউ উইল নেভার ওয়াক অ্যালোন, ইয়ুর্গেন। অর্থাৎ- আপনি কখনোই একা নন, ইয়ুর্গেন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ