বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজিব কাপুর মারা গেছেন। ৫৮ বছর বয়সে তিনি মঙ্গলবার দুপুরের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
রাজিব কাপুর হচ্ছেন ঋষি কাপুরের ছোট ভাই। গতবছরে ঋষির মৃত্যুর পর হঠাৎ মারা গেলেন রাজীব।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পৌঁছনো মাত্র চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কাপুর পরিবারের আরেক সদস্য রণধীর কাপুর জানান, অনেক চেষ্টা করেও রাজীবকে বাঁচানো গেল না। ভেঙে পড়েছেন রণধীর কাপুর। এক বছরের মাথায় দুই ভাইকে হারালেন তিনি।
অভিনেতার কথায়, ‘আমি আমার ছোট ভাইকে হারালাম। সে আর আমাদের মধ্যে নেই। চিকিসৎকরা চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু করা গেল না।’