spot_img

ক্যাপিটালে হামলার বিষয়ে যেসব যুক্তি দিলেন ট্রাম্পের আইনজীবী

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার আইনজীবীরা। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তার আইনজীবী বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টের সমর্থকরা তাদের নিজস্ব ইচ্ছায় ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছেন।

মঙ্গলবার আইজীবীরা এ বিষয়ে তিনটি যুক্তি দিয়েছে, প্রথমত প্রেসিডেন্ট হওয়ায় তার বিচার করা যাবে না; দ্বিতীয় দাঙ্গার পূর্বের তার বক্তব্যগুলি প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত; তৃতীয়ত তিনি বিশ্বাস করেন নির্বাচনে সত্যিই চুরি হয়েছিল।

অবশ্য তার প্রথম যুক্তিতে আস্থার ঘাটতি রয়েছে। সাংবিধানিক বিশেষজ্ঞরা সাধারণত একমত হন যে প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়ার পরে সিনেটের দ্বারা বিচার করা যেতে পারে।

বিবিসির খবরে বলা হয়, গত মাসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিশংসন দেয়ার পরে সিনেটে তার বিচার শুরু হতে চলেছে। ক্যাপিটল ভবনে হামলা আগে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, সাক্ষ্য নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয়ের স্বীকৃতি দেয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা। এ হামলায় চার বিক্ষোভকারী ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।

এরপর হামলায় উসকানি দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এরআগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প।

সূত্র : সিএনএন ও বিবিসি

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ