spot_img

যুক্তরাষ্ট্রের ভ্রান্ত নীতি পরিহারের হুঁশিয়ারি ইরানের

অবশ্যই পরুন

 আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের সম্প্রতি অবরোধ প্রত্যাহার নিয়ে বক্তব্যের বিষয়ে ইরান সতর্ক করে দিয়ে বলেছে, গত ৪২ বছর ধরে দেশটি ইরানের বিরুদ্ধে হুমকি ও চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট এ বিষয়ে শিক্ষা গ্রহণ করা উচিত।

সোমবার ( ৮ ফেব্রুয়ারি) ইরানের কাজভিন শহরে এক অনুষ্ঠানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি এ মন্তব্য করেন।

কাজভিন শহরে ইরানের পরমাণু শিল্পের উল্লেখযোগ্য অর্জনগুলো প্রদর্শনীর স্থায়ী মেলা উদ্বোধন করে সালেহি আরও বলেন, আমেরিকা যদি এখনও একথা ভেবে থাকে যে, তারা হুমকি ও চাপ প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে তবে তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। কারণ, তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে এবং এ দেশের জনগণকে চিনতে পারেনি।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, তার দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা সাদ্দাম, মোনাফেকিন গোষ্ঠী ও আইএসকে লেলিয়ে দিয়েছে। কিন্তু এসব গোষ্ঠীর পরিণতির কথা বিশ্ববাসী জানে।

ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান জ্ঞানবিজ্ঞানে উন্নতি করেছে এবং প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেছে। সালেহি বলেন, তারা আমাদেরকে খাদ্য ও ওষুধের অভাবে মেরে ফেলতে চেয়েছিল।

অথচ এখন আমরা খাদ্য ও বেশিরভাগ ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কাজেই ইরানের ব্যাপারে আমেরিকার অতীত সরকারগুলোর ব্যর্থ ও ভ্রান্ত নীতি পরিহার করার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান। সূত্র : পার্সটুডে।

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ