spot_img

বরফের ওপর খালি পায়ে হেঁটে বিশ্বরেকর্ড!

অবশ্যই পরুন

সাধারণ ঠাণ্ডায় এমনিতেই আমরা কাবু হয়ে যায়। আর সেখানে বরফের ওপর খালি পায়ে ১ ঘণ্টা ৪৪ মিনিট ধরে খালি পায়ে হেঁটে নতুন বিশ্ব রিকর্ড গড়েছেন নরওয়ের এক বাসিন্দা।

এমনই আশ্চর্যের বিষয় ঘটানো ওই যুবকের নাম জোনাস ফেলডে সেভালড্রুড। অবশ্য তিনি একজন দৌড়বিদও বটে। ১ ঘন্টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ড ধরে তিনি প্রায় অর্ধেক ম্যারাথন দৌড়েছেন খালি পায়ে, তাও বরফের ওপর দিয়ে।

জোনাস তার এই যাত্রাপথ রেকর্ড করেছেন নিজেই ক্যামেরার সাহায্যে। এরপর সেটিকে ইউটিউবে ছেড়ে দেন। খুব স্বাভাবিকভাবেই দ্রুত দর্শকের মন জয় করে নেয় এই ভিডিও।

জোনাস জানান, ক্রিস্টোফার ম্যাকডোগালের লেখা বই বর্ন টু রান তাকে উৎসাহ দিয়েছে। সেখান থেকে এই রেকর্ড তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। তবে এটাও জানিয়েছেন তিনি- যে বরফের ওপর দিয়ে হাঁটা বা দৌড়ানো খুব একটা কঠিন কাজ নয়। ডাচ অ্যাথলিট ইউম হফের রেকর্ড ভেঙেছেন জোনাস।

সেভেলড্রুডের এই রেকর্ড এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুমোদন করেনি। তবে নিজের সাফল্য নিয়ে বেশ আশাবাদী এই দৌড়বিদ।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ