spot_img

গার্মেন্টে যাওয়ার পথে লাশ হলেন নারী শ্রমিক

অবশ্যই পরুন

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রুনা আক্তার (২২) নামের এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। কোনাপাড়া পশ্চিম মোমিনবাগে সোমবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী শাহীন জানান, তার স্ত্রী রুনা ডেমরায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। পশ্চিম মোমিনবাগে একটি নির্মাণাধীন ভবনের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় ওই ভবনের চার তলা থেকে একটি ইট রুনার মাথায় পড়ে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সকাল পৌনে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত নারী পোশাককর্মীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রুনার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। তার বাবার নাম আলতাফ হোসেন।

বর্তমানে কোনাপাড়া পশ্চিমবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। রিয়াদ নামে সাত বছরের একটি সন্তান রয়েছে তার।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ