ফেসবুকের পর এবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে মিয়ানমার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ শনিবার সকালে এ খবর প্রকাশ করেছে।
মিয়ানমারের ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দেয়। নরওয়ের কোম্পানি টেলিনর এ তথ্য জানিয়েছে। টেলিনর মিয়ানমারে মোবাইল সেবা প্রদান করে।
সারা বিশ্বে ইন্টারনেট সেবার বিঘ্ন এবং সাটডাউনের বিষয়টি পর্যবেক্ষণ করে নেটব্লকস। তারাও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, মিয়ানমার কর্তৃপক্ষের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ঘটে যায় রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান। এতে দেশটির রাষ্ট্রীয় নেতা অং সান সু চিসহ তার দলের বেশ কয়েকজন নেতা আটক করেছেন। আটক করা হয়েছে দেশটির প্রেসিডেন্টকেও। এরপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে সামরিক সরকার।