করোনায় একদিনে প্রায় ১৪ হাজার মৃত্যু দেখলো বিশ্ব। এ নিয়ে মহামারির বছরজুড়ে প্রাণহানি ২৩ লাখ ছাড়িয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি।
যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৩২শ’র বেশি মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৭০ হাজার। দিনের দ্বিতীয় সর্বোচ্চ- প্রায় ১৩শ’ মৃত্যুতে, ব্রাজিলে প্রাণহানি ২ লাখ ৩০ হাজার।
এদিকে ব্রিটেনে নতুন করে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজার।
এছাড়া প্রায় ৮শ’ মৃত্যু রেকর্ড করেছে জার্মানি। সাড়ে ৪শ’ থেকে ৬ শতাধিক মৃত্যু দেখেছে ফ্রান্স, রাশিয়া, ইতালি। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় একদিনে প্রাণ গেছে প্রায় ১৭শ মানুষের।