spot_img

মার্কিন কংগ্রেস সদস্যদের নিরাপত্তায় উচ্চ ক্ষমতার কমিশন করতে বললেন পেলোসি

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি যে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলা ও দাঙ্গা হয়ে গেছে তা কংগ্রেস সদস্যদের মনের মাঝে এক ভয়াবহ ও শঙ্কাজনক স্মৃতি হয়ে কাজ করছে। এ ভয়াল স্মৃতি মুছে ফেলতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের অভয় দিয়ে বলেছেন, এব্যাপারে উচ্চ ক্ষমতার নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। -স্পুটনিক

পেলোসি আস্থা দিয়ে বলেন ৯/১১’এর সন্ত্রাসী ঘটনার পর যেমন একটি কমিশন গঠন করা হয়েছিল তেমনি ক্যাপিটলে হামলার ঘটনায় এধরনের একটি কমিশন গঠনের বিষয়টি পর্যালোচনা করে যাতে ব্যবস্থা নিতে পারে সে জন্যে জোর প্রচেষ্টা চলছে। পেলোসি এ ব্যাপারে লেখা তার চিঠিতে বলেন ক্যাপিটল রক্ষায় এধরনের ব্যবস্থা নিতে হবে কারণ গণতন্ত্রের হৃদয় হচ্ছে এ ভবনটি।

পেলোসি আরো বলেন সাংবিধানিক দায়িত্ব পালনে যারা এখানে কাজ করে তাদের রক্ষা করা অগ্রাধিকার পাওয়ার যোগ্য। ভবিষ্যতে ক্যাপিটলে যাতে এধরনের হামলার ঘটনা না ঘটে সে জন্যে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া ও নিয়ন্ত্রণের জন্যে অভিযানের প্রস্তুতি, নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আন্তঃসংযোগ সহযোগিতা, সুরক্ষা অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক কর্মীদের মনোবল দৃঢ় রাখার উদ্যোগ যাতে নিশ্চিত করা যায়, সেজন্যে প্রয়োজনীয় প্রস্তুতিগুলো বিচার বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ