বুধবার চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন,আমরা ইতোমধ্যে এস্টেটের প্রশাসককে পরিবর্তন করেছি। অনিয়মের তথ্য জেনে আমরা ধাপে ধাপে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া আরও যত সমস্যা আছে সেগুলো সমাধান করতে দেশ-জাতির বৃহত্তর লক্ষ্যেকাজ করে যাবো।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী।
সেখানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে হজযাত্রীদের জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধুই স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রথম হজযাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন এবং হজ ভ্রমণ কর বাতিল করেন। ফলে হজ পালনকারীদের আর্থিক সাশ্রয় হয়।