spot_img

ক্যাপিটল ভবনে দাঙ্গার জন্য ট্রাম্প ‘এককভাবে দায়ী’ : আইনপ্রণেতারা

অবশ্যই পরুন

অভিশংসন বিষয়ে নেতৃত্ব দানকারী আইনপ্রণেতারা মঙ্গলবার বলেছেন, মার্কিন ক্যাপিটল ভবনে ব্যাপক দাঙ্গার জন্য ডোনাল্ড ট্রাম্প ‘এককভাবে দায়ী’ এবং সাবেক এ প্রেসিডেন্টকে রেহাই দেয়া আমেরিকার গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। তার বিরুদ্ধে সিনেটে ট্রায়াল শুরুর এক সপ্তাহ আগে তারা এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।

গত ৬ জানুয়ারি কংগ্রেসে হামলা চালাতে ট্রাম্প তার সমর্থকদের উৎসাহিত করায় প্রতিনিধি পরিষদ গত মাসে তাকে অভিযুক্ত করায় তিনি হলেন দু’বার অভিশংসিত প্রথম মার্কিন প্রেসিডেন্ট।

দণ্ডাদেশ দেয়ার ব্যাপারে প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকদের প্রস্তুত করা আর্জির প্রি-ট্রায়ালের বিবরণে বলা হয়, ‘আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে সহিংসতাকে উস্কে দেয়া কোনো প্রেসিডেন্টের হাত থেকে’ আমেরিকার জনগণকে রক্ষা করা উচিত হবে।

দাঙ্গার আগ মুহূর্তে ন্যাশনাল মলে সমবেত জনতার উদ্দেশে উস্কানিমূলক ভাষণ দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গ্রহণ করে তাকে অভিশংসন করা হয়। ন্যাশনাল মলে ভাষণে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি করেছেন। ফলে তাদের এখন কংগ্রেস অভিমুখে মিছিল সহকারে গিয়ে ‘লড়াই করা’ প্রয়োজন।

ট্রাম্পের এমন উস্কানিমূলক বক্তব্যের পরপরই উত্তেজিত জনতা ক্যাপিটল ভবনে হামলা চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়া আইনপ্রণেতারা ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপন স্থানে আশ্রয় নেন। ফলে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের আইনগত অনুমোদনের অনুষ্ঠান ব্যাহত হয়।

নয়জন অভিশংসন ব্যবস্থাপক ৭৭ পাতার এক আর্জিতে তাদের সুদূরপ্রসারি যুক্তিতর্ক তুলে ধরেন। আর এতে বলা হয়, ট্রাম্পের ভাষণ উত্তেজিত জনতাকে ক্যাপিটল ভবনে ‘হামলা’ চালাতে উৎসাহিত করে।

তারা বলেন, সেখানে এ সহিংস ও ধ্বংসাত্মক ঘটনার জন্য ট্রাম্প এককভাবে দায়ী। ক্যাপিটল ভবনে দাঙ্গায় পাঁচজন প্রাণ হারান।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ