আগুনে জ্বলছে সমগ্র অস্ট্রেলিয়া। পার্থের বিভিন্ন অংশে ছড়িয়ে গেছে এই আগুন। তবে এখনই আগুন নিয়ে উত্তেজনা ছড়াতে চায় না তারা। দ্রুত আগুন নেভানোর কাজ চলছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে প্রায় ৭ হাজার হেক্টর জমি ইতিমধ্যে চলে গিয়েছে আগুনের গ্রাসে।
প্রায় ৬০ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছে সকলে। আগুনের জেরে প্রায় ৩০ টি বাড়ি পুড়ে গিয়েছে।
পুলিশের মতে, আগুন যে হারে ছড়িয়ে পড়ছে তাতে তাকে বাগে আনা বেশ কঠিন। দমকলের লোক আগুন নেভানোর কাজ করলেও তা পর্যাপ্ত নয়। যে হারে আগুন রয়েছে তাতে তাকে কন্ট্রোল করা বেশ কঠিন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। কত দিনে আগুন নিয়ন্ত্রণে আসবে তা এখনই বলা সম্ভব নয়।
দেশবাসীকে বলা হয়েছে, তারা যেন অযথা আতঙ্কিত না হয়। সরকার তাদের পাশে আছে। এর আগেও বহুবার আগুন লেগেছে। তবে তাকে কন্ট্রোল করতে বার বার বেগ পেতে হয়েছে। এবার যাতে আর তা না হয় তা দেখবে সরকার। এই কাজে দমকলের পাশাপাশি বিমান বাহিনীকেও কাজে লাগানো হয়। আগুনের জেরে যাতে কোনও প্রাণীর ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
কিন্তু আগুনের তুলনায় পানির ব্যবহার খুব কম। তাই বাড়তি পানি নিয়ে এসে আগুন নেভানোর কাজ করা হবে বলে জানা গেছে। তবে আগুনের জেরে বেশকিছু অংশ ক্ষতি হয়েছে। তাকে রিকোভার করার চেষ্টা চলছে। বহুদূর থেকে আগুন দেখা যাচ্ছে।