spot_img

যৌন হেনস্তার মুখে পড়েছিলেন ওকাসিও

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার ঘটনায় প্রাণে বেঁচেছেন ডেমোক্র্যাট সদস্য অ্যালেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। সেদিন যৌন হয়রানি থেকেও রেহাই পেয়েছেন তিনি।

আলজাজিরা ও বিবিসি জানায়, সোমবার রাতে টুইটারে এক ভিডিও প্রকাশ করে সেদিনের পরিস্থিতি বর্ণনা করেন নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য ওকাসিও।

৬ জানুয়ারি জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য কংগ্রেসে অধিবেশনে বসেন মার্কিন আইনপ্রণেতারা। সেসময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকেরা ক্যাপিটলে ঢুকে তাণ্ডব চালায়। সে ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন।

হামলার সময় নিজের অফিসের একটি বাথরুমের দরজার পেছনে লুকিয়ে ছিলেন ওকাসিও। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম মরে যাব।’

এরপর এক স্টাফসহ আরেকটি ভবনে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। হামাগুড়ি দিয়ে এক সহকর্মীর অফিসে ঢুকে পড়েছিলেন তিনি, সেখানে কয়েক ঘণ্টা লুকিয়ে ছিলেন।

তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি কারণ অনেকে আমাকে বলছে, সামনে এগিয়ে যাও, এটি বড় কোনো ঘটনা নয়, যা ঘটেছে তা আমাদের ভুলে যাওয়া উচিত বা এমনকি আমাদের বলছে তাদের ক্ষমা করে দিতে, এসব নিপীড়কদেরই কৌশল।’

ওকাসিও বলেন, ‘যৌন নিপীড়ন থেকে বেঁচে যাওয়া আমি। আমার জীবনে এটা ঘটেছে, সেটি আমি অনেক মানুষকে বলতে পারিনি। বদ্ধমূল বিশ্বাসের সঙ্গেই আমি লড়াই করছি এখন।’

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও ওকাসিও এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এমনকি কোথায় এ ঘটনা ঘটেছে তাও জানাননি। তবে তাকে হেনস্তাকারীরা ট্রাম্পের সমর্থক বলে তিনি শনাক্ত করেছেন।

সর্বশেষ সংবাদ

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই একাদশ জানিয়ে দিলো ব্রাজিল

ইদানিং ক্রিকেটে ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করতে দেখা যায় পাকিস্তানকে। যদিও বাজবল তত্ত্ব চালুর পর ইংল্যান্ড ক্রিকেট দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ